কমলার কথা
বড় চাকরি ছেড়ে দিয়েছিলেন মেয়েদের জন্য সর্বক্ষণ কাজ করবেন বলে। তার জন্য বা ব্যক্তিগত জীবনে নেমে আসা অনর্থের জন্য আফশোস করতে কেউ শোনেনি। আমৃত্যু সেই কাজ সমান যোশে করে গেছেন। ৫০ বছরের দীর্ঘ যাত্রায় একাধিক নারী সংগঠন তৈরি করে শহরে গ্রামে সর্বত্র মেয়েদের স্বাস্থ্য এবং শিক্ষার স্বপক্ষে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে অনবরত ঘটে যাওয়া হিংসার প্রতিবাদ করেছেন কমলা ভাসিন।
by প্রতিভা সরকার | 27 October, 2021 | 554 | Tags : kamala bhasin women's movement jagari feminist in india South Asian feminism